Monday 20 April 2015

৪০০ হিজরীরআগে কোনো মাযহাব ছিল না

ইমামরা মাযহাবসৃষ্টি করেননি ভারতবর্ষের বিখ্যাতহাদীসশাস্ত্রবিদ হানাফীদের শিক্ষাগুরুযাকে হানাফীরা ভারতবর্ষেরইমাম বুখারীবলে থাকেনসেইশাহ আলিউল্লাহমুহাদ্দিসদেহেলভ (রহ) বলেছেন – ‘লাম আন্না না-সা-কা-নু ক্কারলাল মিআতির রা-বিআতি গাইরা মুজমিয়ীনা আলাত্-তাকলীদিল খা-লিস লিমায়হাবিন্ ওয়া-হিদিন্ বি- আইনিহীঅর্থাৎতোমরা জেনে রাখো যে, ৪০০হিজরীর আগে লোকেরা কোনএকটি বিশেষ মাযহাবেরউপরজমে ছিল না’ (হুজ্জাতুল্লাহি বালেগাহ; ১৫২ পৃষ্ঠা)

অর্থাৎ৪০০ হিজরীরআগে নিজেকে হানাফী,শাফেরী বা মালেকী বলে পরিচয়দিতো না। আর চারশো হিজরীরঅনেকআগে ইমামরা ইন্তেকালকরেন। ইমামদের জন্ম ওমৃত্যুর সময়কালটা একবার জানা যাকতাহলে ব্যাপারটা আরওস্পষ্টহয়ে যাবে

ইমামের নাম জন্ম মৃত্যু
আবু হানীফা (রহ) ৮০ হিজরী ১৫০হিজরী
ইমাম মালেক (রহ) ৯৩হিজরী ১৭৯হিজরী
ইমাম শাfi (রহ) ১৫০ হিজরী ২০৪ হিজরী
আহমদ বিন হাম্বাল (রহ)১৬৪হিজরী ২৪১ হিজরী

বিশিষ্ট হানাফী বিদ্বানশাহ ওলিউল্লাহ দেহেলভী (রহ)এরকথা যদি মেনে নেওয়া যায়যে ৪০০ হিজরীরআগে কোনো মাযহাব ছিল না,এবং ৪০০ হিজরীর পরে মানুষেরা মাযহাবসৃষ্টি করেছে, তারমানে এটা দাঁড়ায় যে আবুহানীফার ইন্তেকালের ২৫০বছরপর হানাফী মাযহাব সৃষ্টি হয়েছে। ইমামমালেকের ইন্তেকালের ২২১ বছর পরমালেকী মাযহাবসৃষ্টি হয়েছে। ইমামশাফেরীর ইন্তেকালের ১৯৬ বছরপরে শাফেরী মাযহাব এবং ইমাম আহমাদের ইন্তেকালের ১৫৯বছরপর হাম্বলী মাযহাব সৃষ্টি হয়েছে। অর্থাৎইমামদের জীবিত অবস্থায়মাযহাব সৃষ্টি হয়নি।তাঁদেরমৃত্যুর অনেক দিনপরে মাযহাবের উদ্ভব হয়েছে।আর একবার চিন্তা করে দেখুনমাযহাব বা দলসৃষ্টি করাতে কোরআন হাদিসে কঠোরভাবে নিষিদ্ধকরা হয়েছে। মহামান্য ইমামরা ছিলেন কোরআন হাদীসের পুঙ্খানুপুঙ্খ অনুসারী এবং ধর্মপ্রানমুসলিম। তাঁরা কি কোরআন হাদীসকে বুড়ো আঙ্গুলদেখিয়ে মাযহাব তৈরি করবেন যা কঠোরভাবে নিষিদ্ধ,এটা কখনো হতে পারে? যারা বলে ইমামরা মাযহাবসৃষ্টি করেছেন তারা হয়।
sgi-s-400

No comments:

Post a Comment